শ্রীমঙ্গলের উত্তরসুর এলাকায় নিজ হাতে ধান কাটলেন কৃষি মন্ত্রী।  আজ সোমবার দুপুরে কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বোরো ধান কাটেন।

ধান গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগীতায়  শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর এলাকায় বোরো ধান কর্তন উৎসব অনু্ষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবির, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পরিচালক তাজুল ইসলাম পাটোয়ারি, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. সুরজিত সাহা রায়, কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক মো. মতিউজ্জামান, সার ব্যবস্থাপনা ও উপকরন বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহ মো. হেলাল উদ্দিন, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, কৃষি অধিদপ্তরের মৌলভীবাজারের উপ-পরিচালক মো. সামছুদ্দিন আহমদ, অতিরিক্ত উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন  প্রমুখ।

প্রসঙ্গত: ধান কাটা শেষে মাননীয় মন্ত্রী হাওরে ধান কাটার জন্য ৭০% ভূর্তকিতে কৃষকদের মাঝে ৬টি কম্বাইণ্ড হার্ভেস্টার মেশিন বিতরন করেন।