আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোলার বোরহানউদ্দিন উপজেলার প্রার্থীদের মাঝে  প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ মে) জেলা রিটানিং কর্মকর্তা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেছেন। উপজেলা পরিষদ নির্বাচন ২য় দফায় আগামী ২১ মে অনুষ্ঠিত  হবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে ৪জন, ভাইস-চেয়ারম্যান পদে ৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন সহ মোট ১১জন প্রার্থী নির্বাচনে অংশ নিবেন।

চেয়ারম্যান পদে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি,সাবেক সফল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফরউল্লাহ চৌধুরী – আনারস প্রতীক,আবুল কালাম আজাদ- দোয়াত কলম,এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান – মটর সাইকেল  ও রাসেল আহমেদ মিয়া – কাপ পিরিচ প্রতিকে নির্বাচন করবেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ইসমাইল হোসেন খান-টিউবওয়েল, মনসুরুল আলম চৌধুরী -চশমা, মোহাম্মদ আলী হীরা তালা,হাসিব চৌধুরী বাধন- উড়োজাহাজ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহফুজা ইয়াসমিন প্রজাপ্রতি ,রাজিয়া সুলতানা-ফুটবল,আক্তারুন  নেছা কলস প্রতিকে নির্বাচনে অংশ গ্রহন করবেন।

এদিকে প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থী ও প্রার্থীর কর্মী সমর্থকরা প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। পোস্টার, ব্যানার, ফেস্টুনও লাগানো শুরু হয়েছে। দ্বিতীয় দফার এই নির্বাচনের প্রচার-প্রচারণা চলছে সকাল থেকে রাত পর্যন্ত, গণসংযোগেও ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। আগামী ২১ মে সকাল ৮ টা  থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বোরহানউদ্দিন উপজেলায় মোট ভোটার ২লক্ষ ১৫ হাজার ৬ শত ৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১২ হাজার ৬ শত ৯০ জন। নারী ভোটার ১ লক্ষ ২ হাজার ৯ শত ৮১ জন।