পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল সাংবাদিক সমিতির আয়োজনে কর্মশালা ও আলোচনাসভার মধ্যে দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০০২৪ পালিত হয়েছে।

গতকাল শুক্রবার (৩লা মে) বিকাল সাড়ে ৩ টায় পবিপ্রবির টিএসসি’র হল রুমে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, পবিপ্রবি উপচার্য অধ্যাপক স্বদেশ চন্দ্র সামন্ত, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক মোহাম্মদ বদিরুজ্জামান ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পবিপ্রবি’র ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলি।
এ সময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ববি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহ. অধ্যাপক ইমরান হোসেন এবং চ্যানেল ২৪ অনলাইন এর জয়েন্ট নিউজ এডিটর ও ইনচার্জ খন্দকার মো. মাজাহারুল হক।

উক্ত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক,কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।