কলাপাড়ায় তীব্র তাপদাহে অতিষ্ঠ শিক্ষার্থী পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে বিনামুল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখহাসিনার পক্ষ থেকে দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মহিব্বুর রহমান মুহিবের সৌজন্যে কলাপাড়া পৌরসভার বার বার নির্বাচিত প্যানেল মেয়র ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. হুমায়ুন কবির এ আয়োজন করেন। শনিবার ৪ এপ্রিল দুপুর বারোটায় কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়কে প্রায় ৫ শতাধিক তৃষ্ণার্ত ও অসহায় মানুষদের মাঝে হুমায়ুন কবির নিজ হাতে ঘুরে ঘুরে এ বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহিপুর থানা যুবলীগ আহ্বায়ক মো. মিজানুর রহমান বুলেট আকন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, মো. ফোরকান বিশ্বাস, যুবলীগ নেতা পরিমল, জলিল, মো. দুলাল, শফিক, জুয়েলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এসময় প্যানেল মেয়র হুমায়ুন কবির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখহাসিনার পক্ষ থেকে দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মহিব্বুর রহমানের সৌজন্যে তীব্র তাপদাহে অতিষ্ঠ শিক্ষার্থী পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে বিনামুল্যে বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ করছি। এ বিতরণ আজকে থেকে শুরু করছি যা আগামী ৭ দিন পর্যন্ত অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, তৃষ্ণার্ত ও অসহায় মানুষকে একটু স্বস্তি দিতেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।