শ্রীমঙ্গলে বিএডিসি হিমাগার আকস্মিক পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

আজ সোমবার (১৮ই মার্চ) সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ বিএডিসি হিমাগার পরিদর্শন করেন তিনি।

এ সময় মন্ত্রীর সাথে ছিলেন-মৌলভীবাজারের অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায়।

এছাড়াও উপস্হিত ছিলেন বিএডিসি আলুবীজ বিভাগের প্রকল্প পরিচালক মো. আবীর হোসেন, বিএডিসি’র যুগ্ম পরিচালক ( মান নিয়ন্ত্রণ) মো. হাসমত আলী ও শ্রীমঙ্গল বিএডিসি হিমাগারের উপ-পরিচালক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম।

পরে মন্ত্রী মহোদয় হিমাগার পরিদর্শন করেন এবং আলুবীজের সঠিক মান বজায় রেখে আলুবীজ সংরক্ষনের নির্দেশনা প্রদান করেন।
বিএডিসি শ্রীমঙ্গল হিমাগারের ভিতরে সবাইকে সাথে নিয়ে গাছের চারা রোপন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি।