বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী নির্বাচন কমিশনে গেছেন।

রবিবার (৩০ জুলাই) দুপুরে নির্বাচন কমিশনে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসেব জমা দিতে যান তিনি। এ সময় ইসি সচিব বিএনপি নেতাকে চায়ের আমন্ত্রণ জানালে তিনি তা প্রত্যাখ্যান করেন।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় রুহুল কবির রিজভী সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভুইয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম, সহদপ্তর সম্পাদক মুনির হোসেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার।