শ্রীমঙ্গলে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে বিনামুল্যে হাঁস, হাঁসের ঘর ও হাঁসের খাদ্য বিতরন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে আজ শনিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত  উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।

কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে হাঁস ও হাঁসের ঘর বিতরন কার্যক্রমের আনু্ষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক।

প্রসঙ্গত: বিনামুল্যে উপজেলার ২৭০ জন নির্বাচিত নারী-পুরুষের মাঝে প্রতিজনকে ১৫ টি করে হাঁস, হাঁসের ঘর, প্রতিজনকে ৫০ কেজি করে হাঁসের খাদ্য দেয়া হচ্ছে। এদের মধ্যে ১০৭ জন পুরুষ ও ১৬৩ জন নারী।