রাজশাহী মহানগরীতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মন্জুর মোর্শেদ (মুন্জু) ওরফে রাজু উদ্দীন মন্জুর মোর্শেদকে আটক করেছে র‌্যাব-৫। আটক ব্যক্তি নওগাঁর বদলগাছি গ্রামের কাপাসগাড়ীয়া গ্রামের উত্তর শ্যামপুর গ্রামের মৃত আছির মন্ডলের ছেলে।
গত শুক্রবার (৪ আগস্ট) রাতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, র‌্যাব-৫, সদর কোম্পানীর আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর এলাকায় বদলগাছী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী মন্জুর মোর্শেদ (মুন্জু ) ওরফে রাজু উদ্দীন মন্জুর মোর্শেদ অবস্থান করছে ।
বিষয়টি জানার পর র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মামলার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।