কলাপাড়ায় পালিত হলো আন্তর্জাতিক মানবপাচার প্রতিরোধ দিবস। এ উপলক্ষ্যে রবিবার দুপুরের দিকে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে বর্নাঢ্য র্যালী বের করা হয়। এতে স্কুল শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশগ্রহন করে। এরপর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মানবপাচার রোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এনসিয়র প্রেটেকশন এন্ড জাষ্টিস থ্রু ইনটিগ্রেটেড এ্যাপ্রোচ ইপজিয়া প্রকল্পের উদ্যোগে বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন এ কর্মসূচীর আয়োজন করে। ওয়ার্ল্ড কনসান ইপজিয়া প্রকল্পের প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিওর সঞ্চলনায় ইউপি সদস্য মো. হামিদুল ইসলামের সভাতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ান-ষ্টপ-ক্রাইসিস-সেন্টার-(ওসিসি) উপজেলা প্রোগ্রাম অফিসার মো. ইদ্রিস আলী, ইউপি সদস্য মো. ফজলুল হক সুমন প্রমুখ। এসময় ইউনিয়ন পরিষদ সচিব প্রকাশ চন্দ্র রায়সহ অন্যান্য ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।