বরগুনার বেতাগীতে ভার্চুয়ালি নব নির্মিত মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানের সভা মঞ্চের ব্যানারে প্রধানমন্ত্রীর পদবীর ¯’লের বানানেই ভুল করেছেন কর্তৃপক্ষ। ‘গণপ্রজাতন্ত্রী’র বদলে লেখা হেয়েছে ‘গণপ্রজান্ত্রী‘। জুতা পায়ে মসজিদের ভেতরে প্রবেশ ও প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের বিষয়টিও সবার দৃষ্টি কাড়ে। কর্তৃপক্ষের এমন উদাসিনতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সেখানে উপ¯ি’ত বিভিন্ন পেশার মানুষ।
সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এর সাথে আরও ৪৯ টি নতুন মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪র্থ পর্যায়ে ৫০টির মধ্যে এ উপকূলীয় জনপদের এটি একটি।
অনুষ্ঠানে উপ¯ি’ত অনেকেই বলেন, ‘কতটা উদাসীন হলে এরকম একটি বানান ভুল হতে পারে সেটাও আবার মঞ্চের সামনে টাঙানো মূল ব্যানারেই। আসলে খুবই দুঃখজনক। মসজিদ আল্লাহর ঘর। সেখানে নামাজের ¯’ানে জুতা পায়ে মসজিদের ভেতরে প্রবেশ ঠিক হয়নি। বাহিরে জুতা রেখেও অনুষ্ঠানের আয়োজন করা যেত। সম্পূর্ণ অনুষ্ঠানটি ছিলো অগোছালো। সম্প্রচারের জন্য ব্যব¯’া করা হয় ছোট পর্দার একটি টেলিভিশন। সেটিও রাখা হয় চেয়ার উপরে। অবশ্য অনুষ্ঠান শুরুর মাঝে সকলের অনুরোধে সেটি একটু উঁচু জায়গায় তোলা হয়। আমরা এমনটা আশা করিনি। এ ব্যাপারে তাদের সতর্ক হওয়া উচিত ছিল।
বরগুনা জেলা পরিষদের সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার বলেন, যেখানে অনুষ্ঠানের মধ্যমণি ছিলো ‘প্রধানমন্ত্রী’ সেখানে বানানে ভুল থাকাটা কোনভাবেই মানা যায়না। একারণে এক পর্যায়ে অনুষ্ঠান ছেড়ে চলে আসি। বরগুনায় ইসলামী ফাউন্ডেশনে বিএনপি- জামাতের লোকজন দায়িত্বে থাকায় তারা ষড়যন্ত্র করে কাজটি করেন। বরগুনা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে ব্যব¯’া নেওয়ার দাবি করছি।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাদীসুর রহমান পান্না বলেন, ‘প্রধানমন্ত্রীর’ অনুষ্ঠান এটির আয়োজন আড়ম্বরভাবে হওয়া উচিত ছিলো এবং প্রধানমন্ত্রীর’ উদ্বোধনী অনুষ্ঠানের ব্যনারে ‘গণপ্রজাতন্ত্রী’ বানানে ভুল এটা দুখঃজনক। এটা ই”ছাকৃত করা হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা উচিত।
বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন বানানে ভুল স্বীকার করে বলেন, অনুষ্ঠানের আয়োজন, ব্যানার তৈরি ও টাঙানোর কাজ দেখভাল করার দায়িত্বে আমরা ছিলাম না। এর দায়িত্বে ছিলো ইসলামী ফাউন্ডেন ও গণপূর্ত বিভাগ। তারাই এর সঠিক উত্তর দিতে পারবেন।
অনুষ্ঠানের উদ্বোধনী ব্যানার তৈরি ও টাঙানোর কাজ দেখভাল করার দায়িত্বে যাদের ছিল তাদেরই একজন ইসলামী ফাউন্ডেশনের বরগুনার উপপরিচালক গাজী আনোয়ারুল হক মুঠোফোনে বলেন, ‘’জাতীয়ভাবে তৈরি করা ব্যানার তাদের কাছে শুধূ সরবরাহ করা হয়েছে। ব্যানারে বানান ভুল দেখালেও ব্যানার তৈরির কাজে নিয়োজিতদের মুলত ফ্রন্ট মিচিং এবং টেকনিক্যাল সমস্যা হয়েছে। তাছাড়া জুতা পায়ে মসজিদের ভেতরে প্রবেশ ও অনুষ্ঠানের আয়োজন এটি কোন সমস্য নয়। কারন এখনো আমরা নামাজ পড়ার কাজটি শুরু ও উম্মুক্ত করিনি।