আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা ১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি এস এস এম মশিউর রহমান শিহাব জনসংযোগ করেছেন। তার সাথে জনসংযোগে অংশ নিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৫জুলাই ) বিকালে তালতলী বাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে জনসংযোগ করেছেন। এরপর উজ্জ্বল চত্বরে সংক্ষিপ্ত এক বক্তব্য তিনি বলেন ,আমি রাজনীতি করি মানুষের জন্য। জনগনের কল্যাণের জন্যই আমার রাজনীতি।
দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুখে পাশে ছিলাম। দলকে শক্তিশালী করার পাশাপাশি চেষ্টা করেছি দুঃখী মানুষের হাসি ফোটাতে। নিজের কষ্টে উপার্জিত অর্থ মানুষের কল্যানে ব্যায় করি। জননেত্রী শেখ হাসিনা জনকল্যাণমূলক কাজের মূল্যায়ন করে এবার আমাকে দলীয় মনোনয়ন দেবেন বলে আমি আশাবাদী । মনোনয়ন পেলে নৌকা মার্কার বিজয়ী হবো ইনশাআল্লাহ। বিজয়ী হয়ে হানাহানি, ঘুষ-দুর্নীতি ও মাদকমুক্ত করে বরগুনা ১ আসনকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলব।