
দশমিনা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দিনব্যাপি কর্মসূচির মধ্যে শুক্রবার সকাল ৭ টায় আওয়ামীলীগ স্থায়ী কার্যালয়ে সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পরিষদের মূল ফটকে জাতীর জনক বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ, দুপুরে মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা, বিকেল ৪ টায় র্যালী ও আলোচনার সভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ানীলীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটনের সঞ্চালনায় আবদুল আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কাজী কালাম, হাবিবুর রহামান মুন্সি, যুগ্ন- সাধারণ সম্পাদক বাবু গৌতম রায়, বশির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক উত্তম কর্মকার, গাজী মিজান, যুবলীগের সভপতি নাসির পালোয়ান, শ্রমিক লীগের সভপতি বেল্লাল সরদার, মহিলা সভনেত্রী ফাতেমা আলমগীর, ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক হাসান সেরেনিয়াবাদ সহ উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন