সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধ আলেম উলামাদের শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত৷ নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধ আলেম উলামাদের কে নিয়ে এক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
আজ ২১ জুন ২০২৩ সকাল ১০ ঘটিকায় উপজেলা হলরুম ফিল্ড সুপারভাইজার মাওলানা মোহাম্মদ মাজেদুর রহমান এর সঞ্চলনায় উপজেলা হলরুমে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে৷
এতে উপস্থিতি ছিলেন আলেম উলামা, ইমাম, মোয়াজ্জেম আত্রাই উপজেলার ইসলামিক ফাউণ্ডেশনের সকল শিক্ষক,কেয়ারটেকার,জিসি, দেরকে নিয়ে সভা অনিষ্ঠত হয়েছে৷ উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ চেয়ারম্যান আত্রাই উপজেলা পরিষদ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ তারেকুর রহমান সরকার, অফিসার ইনচার্জ আত্রাই থানা৷ সভাপতিত্ব করেন মোঃ ইকতেখারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আত্রাই নওগাঁ৷ বক্তব্য রাখেন মোঃ আবুল হোসেন,কেয়ারটেকার আত্রাই উপজেলা ইফাঃ, মোঃ আঃ রাজ্জাক জিসি,মোঃ রেজাউল ইসলাম জিসি,মাওঃ মোঃ আঃ জলিল জিসি,ইফাঃ আত্রাই, উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ ফিরোজ আহমেদ অর্থ ও দপ্তর সম্পাদক আত্রাই প্রেসক্লাব, মাওলানা মোঃ রফিকুল ইসলাম সভাপতি শিক্ষক সমিতি আত্রাই।
উক্ত আলোচনা সভায় সভাপতির বক্তিতায় আত্রাই উপজেলা নির্বাহী অফিসার বলেন, সামপ্রদায়ীক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় সে জন্য সকল কে সজাগ থাকতে হবে৷আমরা আল্লাহর হুকুম মেনে চলবো, আমরা সবাই অংশ নিবো, সন্ত্রাস, সমাজে বাল্যবিবাহ, মাদকাসক্ত, ইভটিজিং, জঙ্গীবাদ দুর করার জন্যে এছাড়াও বিভিন্ন দিক নিয়ে নিয়ে আলোচনা করেন ও সবাইকে উপদেশ মুলুক পরামর্শ দেন৷ এবং এই বিষয়ে সবাইকে সচেতন করতে আত্রাই উপজেলার আলেম ওলামা, ঈমাম,মোয়াজ্জেম ও ইফার শিক্ষকদের কে পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠান্টি দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয় এবং দেশবাসীর শান্তি কল্যান কামনা করে দোয়া করা হয়।