
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার মেয়র প্রার্থী মুফতী সৈয়দ ফয়জুল করীম এর উপর হামলার প্রতিবাদে ও ব্যর্থ নির্বাচন কমিশনের পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখা।
শুক্রবার সকালে পুরাতন আদালত মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন জেলা শাখার সহসভাপতি আলহাজ্ব মাওলানা আবুল হাসান বুখারী, সহসভাপতি হাওলাদার মোহাম্মাদ সেলিম মিয়া, সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম যুগ্ম সাধারন সম্পাদক হেদায়েতুল্লা বোখারী, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি আনছার উল্লাহ আনসারী সহ অন্যান্যরা।
বিক্ষোভ সমাবেশ শেষে পুরাতন আদালত মাঠ থেকে একটি বিশাল মিছিল শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পিডিএস মাঠে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জেলার বিভিন্ন উপজেলা থেকে ইসলামী আন্দোলনের বিভিন্ন স্তরের প্রায় দশ সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন