খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন সার্বিকভাবে সুশৃঙ্খল ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, খুলনায় অনুমানিক ৪৫ শতাংশ পর্যন্ত এবং বরিশালে ৫০ শতাংশ পর্যন্ত ভোট কাস্ট হয়েছে। ১২ জুন, বিকেলে দুই সিটির ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এর আগে দুপুরে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেন, বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে কারও পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি।

আগের চেয়ে এ নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ার প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ইভিএমের ছোটখাটো ত্রুটি ছাড়া নির্বাচনে তেমন কোনো অভিযোগ নেই। এ ছাড়া নির্বাচন কমিশন থেকে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ২৩১০টি সিসি ক্যামেরার মাধ্যমে ২৮৯টি কেন্দ্র মনিটরিং করা হচ্ছে। আর বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১১৪৬টি সিসি ক্যামেরার মাধ্যমে ১২৬টি কেন্দ্র মনিটরিং করা হচ্ছে।

নির্বাচন কমিশনার আহসান হাবিব আরও বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) যান্ত্রিক ত্রুটি হতেই পারে। তবে বিকল্প মেশিন রাখা আছে, তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধান করা হচ্ছে।

সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয় বিকেল ৪টায়। বরিশাল ও খুলনা সিটি করপোরেশনের কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তাদের বেশির ভাগই নারী। এবারই প্রথম ইভিএমে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তরুণ ভোটাররা। এদিকে পরিবেশ সুষ্ঠু রাখতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী।