কলাপাডায় মোটরসাইকেল ধাক্কায় ফাতেমা বেগম (৭০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে এগারোটার দিকে সিক্স লেন সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত: ফাতেমার বাড়ি টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজাপাডা গ্রাম। তার স্বামী আ: সত্তার হাওলাদার।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তার স্বামী ও মেয়েকে নিয়ে কলাপাড়া শহর থেকে বাড়িতে ফিরছিলেন। সিক্স লেন সড়কে আসলে বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল ফাতেমা বেগমকে ধাক্কা দেয়। এসময় সিটকে সড়কের উপর পরে গুরুতর আহত হয়। এখান থেকে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিযয়ে আসলে কর্তব্যরক্ত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। এদিকে ওই মোটরসাইকেলে থাকা ড্রাইভার ও আরোহিও গুরুতর আহত হয়েছে বলে কটি সূত্রে জানা গেছে ।

এবিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, এবিষয় কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।