
পটুয়াখালীর মির্জাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী বৃদ্ধ মোঃ ইউনুস ফরাজি (৬৫) নিহত ও মোটরসাইকেল চালক আহত হয়েছেন। বুধবার (৭জুন) সকাল পৌনে দশটার সময়ে বরগুনা-সুবিদখালী-বাকেরগঞ্জ মহাসড়কের সুবিদখালী সরকারি কলেজের উত্তর পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত মোটরসাইকেল চালক নিরব সিকদার (২১) কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ইউনুস ফরাজি উপজেলার কিসমত ছৈলাবুনিয়া গ্রামের মৃত সয়জদ্দিন ফরাজির ছেলে।
জানা যায়, উপজেলা সদর সুবিদখালী নিজ বাসা থেকে বের হয়ে ইউনুস ফরাজি ছাগল নিয়ে সড়ক পারাপার হওয়ার সময়ে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন এবং চালক নিরব সিকদারও গুরুতর আহত হন। স্থাণীয় লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউনুস ফরাজিকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত মোটরসাইকেল চালক নিরবকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন