পটুয়াখালীর রাঙ্গাবালীর ৮টি গ্রামের মুসল্লিরা সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন আজ। জাহাঁগিরিয়া শাহসূফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারীরা দীর্ঘ ২০০ বছর ধরে এই ধারাবাহিকতা বজায় রেখে আসছেন।

জানাগেছে, উপজেলার নিজহাওলা, পশুরীবুনিয়া, চরযমুনা, উত্তর পশুরীবুনিয়া, সেনেরহাওলা, কাছিয়াবুনিয়া, ফুলখালী, কোড়ালিয়াসহ আটটি গ্রামের দরবার শরিফের অনুসারীরা সৌদি আরবের চাঁদ দেখার ভিত্তিতে ঈদ পালন করে থাকেন। তারা বিশ্বাস করেন, বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে তা ইসলামিক ঐক্যের অংশ হিসেবে গ্রহণযোগ্য। এই কারণে তারা সৌদি আরবের সাথে একদিনে রমজান শুরু করেন এবং ঈদুল ফিতর উদযাপন করেন।

জাহাঁগিরিয়া শাহসূফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী ও পশুরীবুনিয়া খানেকা ও মসজিদের ইমাম মাওলানা মোঃ আবুল হোসেন বলেন- ঈদ উপলক্ষে রাঙ্গাবালীর এসব গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল বেলায় সবাই মিলে ঈদের জামাতে অংশ নিয়েছি, এরপর একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা জানাই। শুধু রাঙ্গাবালীতেই নয়, দেশের আরও অনেক স্থানে রয়েছে । সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ও ঈদ উদযাপনের এই নিয়ম চলমান রয়েছে এবং আগামী দিনেও তা অব্যাহত থাকবে।