গাজায় মুসলমানদের উপর ইসরায়েলি বর্বর হামলায় গণহত্যার প্রতিবাদে পটুয়াখালীর মির্জাগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “মির্জাগঞ্জের সর্বস্তরের জনগন” এর ব্যানারের আয়োজনে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (০৭ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার সুবিদখালী সরকারী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বরিশাল-বরগুনা মহাসড়ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মির্জাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ওয়াদুদ গোলদার, মির্জাগঞ্জের সুবিদখালী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ ওবায়দুল হক,মোঃ নজরুল ইসলাম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ রাব্বি, উপজেলা যুবদলের সদস্য মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। বিক্ষোভ মিছিলে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গাজায় ভয়াবহ গণহত্যার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, গাজায় বর্তমান পরিস্থিতি তা ইতিহাসের সকল বর্বরতাকে হার মানিয়েছে, ইসরাইল মানবাধিকারের সীমা লঙ্ঘন করে এই নিরীহ মুসলিম গাজাবাসীকে হত্যার খেলায় মেতে উঠেছে। তাই বিশ্বের সকল মুসলমান রাষ্ট্র একজোট হয়ে অনতিবিলম্বে গাজায় এই গণহত্যা বন্ধ করতে হবে।