
সার্বজনীন শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মন্দির ও উত্তম গোসাঁই ভক্ত সংগঠন পটুয়াখালীর দুমকি উপজেলা লেবুখালী কেন্দ্রীয় সংগঠনের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত ও কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে গত সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় মন্দির প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সার্বজনীন শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মন্দির ও উত্তম গোসাঁই ভক্ত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা মতুয়ারত্ন শ্রীমৎ উত্তম গোসাঁই।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুমকি উপজেলার হিন্দু-বৈদ্ধ্য খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সুকুমার চন্দ্র দাস। সার্বজনীন শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মন্দির ও উত্তম গোসাঁই ভক্ত সংগঠনের সাবেক সাধারন সম্পাদক বাবু উত্তম গোলদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রী গোবিন্দ দাস, সার্বজনীন শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মন্দির ও উত্তম গোসাঁই ভক্ত সংগঠনের সাবেক সভাপতি শ্রী বিপ্লব চন্দ্র পাইক (দিপক) ,বাবু রিপন রায়, বাবু সজল স্থল প্রহরী,বাবু ধীমান চন্দ্র ঘরামী, বাবু স্বপন কুমার মন্ডল, পলাশ চন্দ্র্র রায়,সঞ্চয় চন্দ্র ঘরামী,উজ্জল কুমার হাওলাদার ও বাবু বিকাশ মিত্র প্রমূখ।
প্রথম অধিবেশনে গত ৩ বছরের কিমিটির সকল কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। গত বছরগুলোতে সাংগঠনিক কার্যক্রম চালাতে ভুলত্রুটি যাতে না হয় সে বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয় আলোচনা শেষে সকলের সর্বসম্মতিক্রমে শ্রী বিপ্লব চন্দ্র পাইক (দিপক) কে সভাপতি,বাবু উত্তম গোলদারকে সাধারন সম্পাদক,বাবু স্বপন কুমার মন্ডলকে সাংগঠনিক সম্পাদক ও ধীমান ঘরামীকে কোষাধ্যক্ষ করে ১০১ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়।
মন্তব্য করুন