শ্রীমঙ্গল উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩-এ শ্রেষ্ঠ গার্লস গাইডার মনোনিত হয়েছেন শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রীতা দত্ত।

তিনি ১৯৮৭ সালে চট্টগ্রাম কলেজ থেকে বিএসসি পাশ করেন। ১৯৯২ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএড করেন এবং ২০১৪ সালে সিলেট নর্থ ইস্ট ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ পাশ করেন। ১৯৮৭ সালের ২৫ মে তিনি সহকারি শিক্ষক হিসেবে চা গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন।

১৯৯৭ সালে তিনি গার্লস গাইডে যোগদান করেন। গার্লস গাইডার হিসাবে ১৯৯৭ সালে তিনি মৌলভীবাজার আলী আমজাদ বিদ্যালয়ে দীক্ষা গ্রহণ করেন এবং একাধিক ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন ও দু’বার শ্রেষ্ঠ গাইডার নির্বাচিত হন। এছাড়াও আঞ্চলিক অধিবেশনে যোগদান করেন। সর্বশেষ রীতা দত্ত ২০১৯ সালে মালয়েশিয়ায় ব্রাওনিজ ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।