
দিনাজপুরের হাকিমপুর হিলিতে নিজ শয়ন ঘরের বাঁশের বর্গার সাথে পরিবারের সবার অজান্তে মাহমুদ হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১৫ মে) বিকেলে হাকিমপুর হিলি পৌর সভার মধ্যে বাসুদেবপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। মাহমুদ হাসান ওই এলাকার মৃত দুলাল হোসেন এর ছেলে। স্থানীয় ও পুলিশ জানায়, আজ দুপুরে খাওয়া শেষ করে স্বামী স্ত্রী দুই জন নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পরে। বিকেলে হঠাৎ করে তার স্ত্রী ঘরে থেকে কান্নাকাটি চিল্লাচিল্লি করে। স্ত্রী’র কান্নাকাটি চিল্লাচিল্লি শুনে পরিবারের সদস্য ও পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে দেখে মাহমুদ হাসান ঘরের ভিতরে বাঁশের বর্গার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। হাকিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদকে মৃত ঘোষণা করেন । এঘটনায় অভিমান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ওসি আবু সায়েম বলেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে হাসপাতালে গিয়ে মৃত দেহ দেখি। মৃতদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে তার গলায় ফাঁস দেওয়ার চিহৃ পাওয়া গেছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে ।
মন্তব্য করুন