নূর বিয়ের অনুষ্ঠানে কত লোক জন।
এসেছে কাজী এসেছে বর যাত্রী গন।
ঘটক সাহেব মেয়ের বাবাকে বল্লেন ডাকি।
বিয়ের আগে কথাগুলো করি পাকাপাকি।
ছেলেকে দিতে হবে মটরবাইক,
স্বর্নের আংটি এগুলো কিন্তু হবেনা বাকি।
আর বেশি করবো না আবদার…..
নগত টাকা দিতে হবে চার লক্ষ পঞ্চাশ হাজার।
ঘটকের কথা শুনে মেয়ের বাবা অবাক হয়ে যায় !
হায় ! হায় ! এত টাকা পাবো কোথায়?
ছেলের বাবা বল্লেন এখনকার যুগে এটাতো অতি সামান্য….
বিয়ে ভেঙ্গে যাবে, যদি করা হয় এ প্রস্তাবের অমান্য।
আড়াল থেকে মেয়ে সব কিছু শুনতে পায়;
লজ্জায় গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যায়
পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়।
যৌতুকের জন্য হলো মেয়েটার
জীবনের সর্বনাশ।
ছিঃ ছিঃ আমি মানি না
এই সমাজ।