
সাহানা সুলতানা
তুমি অরণ্য ভালোবাসতে,
তাইতো আমি সমস্ত শরীর অবশ করে দাঁড়িয়ে থাকতাম,,
বেশ উঁচুতে মাঁচা বাঁধতাম,, কখনো কখনো বটবৃক্ষ হয়ে ছায়াতলে ঢাকতাম।
কণ্টকহীন হয়ে তোমায় করতাম আঁচড় মুক্ত,
কখনো লজ্জাবতী’র মতো তোমায় লেপ্টে নিতাম সর্বাঙ্গে।
তুমি অরণ্য ভালোবাসতে,,
আমি আকাশ থেকে বিচ্ছিন্ন হয়ে আড়াল করতাম সূর্যালোক।
মাটিতে থাকা শিকড় সূর্যালোক না পেয়ে ফ্যাকাশে হয়ে যেতে লাগলো
পল্লবরাজি বিবর্ণ হয়ে গেলো,,
তবুও আমি তোমায় ভালোবাসতাম।
ভালোবাসার সে কি শক্তি, সে কি দাম্ভিকতা!
সত্যি সত্যি একদিন আমি অরন্য হয়ে গেলাম।
কন্টহীন,বিবর্ণ পত্ররাজি সমেত অবশ হয়ে দাঁড়িয়ে থাকা অসার এক গহীন অরণ্য।।
মন্তব্য করুন