নওগাঁর আত্রাইয়ে প্রয়াত নেতা ইসরাফিল আলমের সহধর্মিণী আওয়ামী লীগের সহ সভাপতি সুলতানা পারভীন দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে রাজনীতির মাঠে সক্রিয় হয়েছেন এই আওয়ামী লীগের নেতা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর আত্রাই,রাণীনগর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিনি।
এ নিয়ে কাজও শুরু করে দিয়েছেন এই আওয়ামী লীগের নেতা। শুরু করেছেন গণসংযোগ। সোমবার সারাদিন ধরে উপজেলার বিভিন্ন মোড় ও বাজারে স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় ও লিফলেট বিতরণ করেন। নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে আত্রাই ও রাণীনগর উপজেলা বাসীর উন্নয়নে কাজ করার প্রতিশ্রুত দেন এই নেতা। এ সময় প্রিয় নেতাকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন অনেক ভক্ত। নেতার সাথে দেখা হওয়ার স্মৃতিকে স্থায়ী করতে ছবিও তুলেছেন অনেকে। লিফলেট বিতরণ ও গণসংযোগের সময়ে অনেক নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।