বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আগামী মঙ্গলবার (২২ আগস্ট) বরিশালের গৌরনদীতে আসছেন।
সকাল দশটায় তিনি (সাকিব) উপজেলার সুন্দরদী এলাকার আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালে বিনামূল্যে ঔষধ বিতরণ ও রক্তদান কর্মসূচিতে অংশ গ্রহণ করবেন। তার আগমন উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল শনিবার সকালে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 শনিবার দুপুরে উপজেলার আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে হাসপাতালের হলরুমে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হাসপাতালের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী ব্যারিষ্টার মো. মনির হোসেন, গৌরনদী-আগৈলঝাড়া ওয়েল ফেয়ার ট্রাষ্টের পরিচালক খোকন মুন্সী, সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়া, আসাদুজ্জামান রিপন  গৌরনদী রিপোর্টাস ইউনিটির সভাপতি কাজী আল আমিন, সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, বিএম বেলাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বদরুজ্জামান খান, বিএমএসএফ’র উপজেলা সাধারণ সম্পাদক হাসান মাহমুদ,  প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল, কোষাধ্যক্ষ কামাল হোসেন, গৌরনদী উপজেলা রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক লিটন খান, সাংগঠনিক সম্পাদক শেখ রায়হান শাওন, সাংবাদিক জিএম জসিম হাসান, মোল্লা ফারুক হাসান, নুর মোহাম্মদ মুন্সী হাসপাতাল’র ব্যবস্থাপক মো.রুহুল আমীন খান-সহ অন্যান্যরা।
সভায় হাসপাতালের প্রতিষ্ঠাতা ব্যারিষ্টার মনির হোসেন সাংবাদিকদের জানান, বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার আমন্ত্রণে সারা দিয়ে আগামী ২২ আগষ্ট (মঙ্গলবার) সকাল দশটায় উপজেলার সুন্দরদী এলাকার আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালে বিনামূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণের কথা রয়েছে। সাকিব আল হাসান ঢাকা থেকে হেলিকপ্টার যোগে মঙ্গলবার সকাল ১০টার দিকে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে  অবতরন করে সড়ক পথে  অনুষ্ঠানস্থলে আসবেন।   এ সময় তিনি সাংবাদিক সার্বিক সহযোগিতা কামনা করেন।