গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনা আরও কয়েকজন আহত হয়।
সোমবার (১৪ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুক জামিরা (ব্যাপারীপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, পার্শবর্তী কবিরাজপাড়া গ্রামের মৃত সিফাত উল্লার ছেলে লালু মিয়া এবং মতিউয়া রহমান গংদের সঙ্গে জাহাঙ্গীরের পরিবারের জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে সোমবার সকাল ১১ টার দিকে তালুক জামিরা বাজারের দক্ষিণ পাশে লালু মিয়া গংরা জাহাঙ্গীরের উপর হামলা করে। এতে পিটুনি খেয়ে ঘটনাস্থলে জাহাঙ্গীর আলম নিহত হয়।
এ তথ্য নিশ্চিত করে হরিনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫নং ওয়ার্ড সদস্য ছকু মিয়া বলেন, প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম নামের এক যুবক ঘটনা স্থলে নিহত হয়েছে। এসময় আরও কয়েকজন আহত হয়।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, ওইস্থানে মারামারি ঘটনায় জাহাঙ্গীর আলম নিহত হয়। তার মরদেহ উদ্ধার প্রক্রিয়াসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।