
বরগুনার তালতলীতে প্রতি বছরের ন্যায় ঈদুল ফিতর উপলক্ষে কিশোর কলি উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ২০ এপ্রিল) কিশোর কলি প্রাঙ্গণে কিশোর কলি উন্নয়ন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মিসেস হামিদা এনি ৪ শত শিশু- কিশোরের মাঝে জামা, পাঞ্জাবি, শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন। এসময় কিশোর কলি উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক রাসেল মৃধা, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাংক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, মো. বাইজিদ আহমেদ, সোহেল রানা, জহির উদ্দিন, শিক্ষক মোয়াজ্জেম হোসেন ও মিঠু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কিশোর কলি উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৯৭ সাল থেকে কিশোর কলি উন্নয়ন পরিষদ বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে শিশু কিশোর ও বৃদ্ধদের ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য জামা, পাঞ্জাবি, শাড়ী ও লুঙ্গি বিতরণ করে আসছে। কিশোর কলি উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা এইচ এম মহিববুল্লাহ সহ বিশিষ্ট দানশীল ও সমাজ সেবকদের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।
মন্তব্য করুন