মো: আবু সালেহ

 

তিমির রাতে ঠিক গভীরে
জগৎ থাকে ঘুমের ঘোরে,
স্বপ্ন হাটে মনের ঘরে
পাপ পুন্যের অন্ধকারে।

অমানিশার বেড়াজালে
হয়তো সবাই এড়িয়ে চলে,
মন কখনো জাগিয়ে তোলে
অনুতাপের বহন কালে।

শোনেনা কেউ বিষন্ন মনের
চাপা স্বরের হাহাকার,
শোনার মতো তখনো আছে
থাকেন যিনি মনের মাঝে
বলো তোমার মনের বলন
শুনবে তিনি নিশি কথন।