গৌরনদীতে কবি শিকদার রেজাউল করিম’র সম্পাদনায়, কবি আব্দুল মতিন হাওলদারের জীবন স্মৃতি কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব গতকাল শনিবার বিকালে গৌরনদী উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু কবিতা পরিষদ গৌরনদী শাখার আয়োজনে বঙ্গবন্ধু কবিতা পরিষদের সভাপতি ডা.মণীষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট কবি জিয়াউল হক, বঙ্গবন্ধু কবিতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য কবি শিকদার রেজাউল করিম, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফর রহমান দ্বীপ।

বঙ্গবন্ধু কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি মুশফিক শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন গ্রন্থের রচায়ক আব্দুল মতিন এর মামা মাহবুবুর রহমান হাওলাদার, মো. আলাউদ্দিন হাওলাদার, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ শাহ আলম, সাবেক সভাপতি মোহাম্মদ কুতুম উদ্দিন আহমেদ, সহ-সভাপতি জীবনচন্দ্র সেনগুপ্ত, বঙ্গবন্ধু কবিতা পরিষদ গৌরনদী শাখার সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌসী, প্রচার সম্পাদক ডাঃ হাসান আকন, সদস্য বিনয় চন্দ্র শিয়ালী, চায়না দেবনাথ, ঝর্নাদাস লাবনী, বিনয় চন্দ্র ঋষি, শাহাবুদ্দিন মোল্লা-প্রমূখ। আলোচনা শেষে বইয়ের মোড়ক উম্মেচ করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম-সহ অতিথিবৃন্দ ।