দিনাজপুরের নবাবগঞ্জে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় এবং উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত কৃষি মেলার প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ফিতা কেটে উদ্বোধন করেন। পরে তিনি মেলার স্টলগুলি পরিদর্শন করেন।
এছাড়াও উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আশিক রেজার সভাপত্বিতে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দেন সংসদ সদস্য।
এ সময় অফিসার ইনচার্জ (ওসি) তাওহীদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা, সুধীজন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। তিনদিনের এ কৃষি মেলায় প্রায় ১৫টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফলফলাদি ও গাছের চারা এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে।