জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ এ বিভাগীয় পর্যায়ে তাৎক্ষণিক অভিনয় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছে কাঠালিয়া পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী মোহসিনা মাহজাবিন নিরা।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) দুপুরে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভাগীয় শিক্ষা অফিসের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নিরা প্রথম স্থান অর্জন করে এখন জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করার গৌরব অর্জন করেছেন।

অসাধারণ অভিনয় দক্ষতা, সাবলীল উপস্থাপন ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মাধ্যমে বিচারকদের মন জয় করে নেয় মোহসিনা মাহজাবিন নিরা।

মোহসিনা মাহজাবিন নিরা কাঠালিয়া উপজেলার পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈনউদ্দীন নিউটন ও পশ্চিম আউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবা রেদওয়ান শিল্পী দম্পতির ২য় সন্তান।

নিরা এর পূর্বে উপজেলা ও জেলা পর্যায়ে তাৎক্ষণিক অভিনয় প্রথম স্থান অধিকার করেছেন। মোহসিনার এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন।