পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ৩ হাজার ৮১ জন নাগরিককে ঈদের উপহার হিসেবে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (এপ্রিল ১৮) দিনভর পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদারের উপস্থিতিতে এ উপহারের চাল বিতরণ করা হয়। উপহারের এ চাল নিতে পৌরসভার সামনে সকাল থেকে ভীড় জমায় নারী পুরুষ শিশুরা। ঈদের আগে প্রধানমন্ত্রীর তরফ থেকে এই উপহারের চাল পেয়ে খুশি পৌর এলাকার নাগরিকরা। এসময় কাউন্সিলর তৈয়বুর রহমান,আবুল হোসেন ফরাজি, মোঃ হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।