পটুয়াখালীর মির্জাগঞ্জে আধুনিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য নিয়ে ১০ শয্যা বিশিষ্ট বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান “পায়রা হাসপাতাল” এর উদ্ধোধন করা হয়েছে।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল ৫টায় মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্নে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে হাসপাতালের উদ্ধোধন করেন ঢাকার পিজি হাসপাতালের সহযোগী অধ্যাপক (শিশু সার্জারী) ডাঃ মোঃ নজরুল ইসলাম (আকাশ)।

উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের নাক,কান ও গলা বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ হাসান জামান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আশ্রাফ আলী হাওলাদারসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

হাসপাতালের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডাঃ মোঃ নজরুল ইসলাম (আকাশ) জানান, মির্জাগঞ্জবাসীকে আধুনিক মানের স্বাস্থ্য সেবা প্রদান করতে বিশেষজ্ঞ চিকিৎসক ও অস্ত্রোপচারের জন্য উন্নত মানের সরঞ্জাম ও বেডসহ ১০টি কেবিন রাখা রয়েছে।