মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে টাঙ্গাইলের নাগরপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

সকালে নাগরপুর উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সেনানীদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন, উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাদির আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আহম্মদ আলী রানা, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী রবিউল আউয়াল লাভলু প্রমুখ।

আলোচনা সভার মাঝখানে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অতিথিবৃন্দ তাদের ত্যাগ ও অবদানের প্রতি সম্মান জানিয়ে সংবর্ধনা প্রদান করেন, যা অনুষ্ঠানের মর্যাদা আরও উজ্জ্বল করে।

বক্তারা বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত এই বিজয় জাতির জন্য গৌরবের এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার প্রেরণা যোগায়।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। এ সময় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে নাগরপুর উপজেলায় সরকারি-বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটির মর্যাদা রক্ষা করা হয়েছে।