ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক কমিটির অন্যতম সদস্য ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। তাঁর বিদায় শুধু একটি প্রাণের বিদায় নয়—এ যেন ভালোবাসা, মায়া আর অগণিত স্মৃতির নীরব প্রস্থান। অল্প সময়ের উপস্থিতিতেই ওসমান হাদি আমাদের হৃদয়ে যে গভীর ছাপ রেখে গেছে, তা কখনো মুছে যাওয়ার নয়।
ওসমান হাদি ছিলো এক প্রতিবাদী কন্ঠস্বরের নাম। আজ সে নেই—এই শূন্যতা ভাষায় প্রকাশ করা অসম্ভব। তবুও বিশ্বাস রাখি, আল্লাহ তাঁর বান্দাকে সবচেয়ে উত্তম জায়গাতেই স্থান দেন।
আমরা RHBNews পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে দোয়া করি—তিনি যেন ওসমান হাদিকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তার কবরকে প্রশান্তিতে ভরে দেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।মহান আল্লাহ আমাদের সবাইকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।
ওসমান হাদি, তুমি থাকবে আমাদের দোয়ায়, আমাদের স্মৃতিতে—চিরকাল।
মন্তব্য করুন