লাইভষ্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট (LDDP)-এর মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে ৪২০০ জন প্রশিক্ষিত লাইভস্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি)-এর কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে পটুয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। এতে প্রকল্পে সরকারের বিনিয়োগে তৈরি দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন নিশ্চিতের দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এলডিডিপি প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন জেলা থেকে মোট ৪২০০ জন লাইভস্টক সার্ভিস প্রোভাইডার নিবিড় ও হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা, টিকাদান, খামার ব্যবস্থাপনা ও পরামর্শসেবা প্রদানে দক্ষতা অর্জন করেন।

প্রশিক্ষণ শেষে ২০১৯ সালের অক্টোবর মাস থেকে টানা প্রায় ছয় বছর ধরে দেশের ৬১টি জেলায় ইউনিয়ন পর্যায়ে খামারিদের দোরগোড়ায় প্রাণিসম্পদ সেবা পৌঁছে দিয়ে আসছেন এসব এলএসপিরা। তাদের কার্যক্রমের ফলে তৃণমূল পর্যায়ে গবাদিপশুর স্বাস্থ্যসেবা সহজলভ্য হয়েছে, পশুর মৃত্যুহার কমেছে এবং উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

এছাড়া, মাঠপর্যায়ে এলএসপিদের তত্ত্বাবধানে সারা দেশে প্রায় ৬৫০০টি প্রডিউসার গ্রুপ গঠন করা হয়েছে। এসব গ্রুপের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, মাসিক সভা আয়োজন এবং সঞ্চয় কার্যক্রম পরিচালনার মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যাংকে জমা দিতে তারা সহযোগিতা করে আসছেন। এর ফলে জনগণের আমিষের চাহিদা পূরণ, গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ এবং গ্রামীণ বেকারত্ব হ্রাসে সরাসরি অবদান রাখা সম্ভব হয়েছে বলে দাবি করা হয়।

স্মারকলিপিতে এলডিডিপি প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর প্রডিউসার গ্রুপগুলোর সদস্যদের মধ্যে মানসিক দুর্বলতা ও আস্থার সংকট তৈরি হওয়ার আশঙ্কার কথাও তুলে ধরা হয়। এমন পরিস্থিতিতে স্থানীয়ভাবে এলএসপিদের সামাজিক ও মানসিক চাপে পড়ার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে স্মারকলিপিতে বলা হয়, প্রকল্পটি শেষ হলে ৪২০০ জন দক্ষ ও অভিজ্ঞ এলএসপির কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়বে। এতে একদিকে তাদের পরিবার বেকারত্বের ঝুঁকিতে পড়বে, অন্যদিকে সরকারের বিপুল বিনিয়োগে তৈরি দক্ষ মানবসম্পদের অপচয় হবে, যা দেশের জন্য বড় ক্ষতি। বর্তমান জনবল কাঠামোর আওতায় প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষে দেশব্যাপী খামারিদের কাছে পর্যাপ্ত সেবা পৌঁছানো চ্যালেঞ্জিং বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

এমতাবস্থায়, এলডিডিপি প্রকল্প শেষে এই ৪২০০ জন প্রশিক্ষিত লাইভস্টক সার্ভিস প্রোভাইডারকে প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় ডেইরি উন্নয়ন বোর্ড, নতুন কোনো প্রকল্প অথবা অন্য কোনো স্থায়ী ব্যবস্থার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ জানাতে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সদয় হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, এ বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত ও সুপারিশ ৪২০০টি পরিবারের মুখে হাসি ফোটাবে এবং দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পটুয়াখালী জেলা এলএসপিদের পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষর করেন মো. নজরুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন, মোসা. নাসরিন খানম, মোসা. নুরুন্নাহার বেগম এবং মো. হাবিবুর রহমান।