৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য রেলি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

১০ ডিসেম্বর (বুধবার) সকাল ১০টায় পটুয়াখালী লঞ্চ ঘাট চত্বর থেকে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রেলি শুরু হয়। রেলিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। রেলি শেষে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) পটুয়াখালী জেলা শাখার সভাপতি এডভোকেট মোঃ মোখলেছুর রহমান সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোল্লা নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফিরোজ আহমেদ এবং সদস্য মাহফুজা ইসলাম ও কবি সিদ্দিকুর রহমান।

এছাড়াও পটুয়াখালী বোতলবুনিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম সিরাজের সঞ্চালনায় অতিথি বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন এডভোকেট জাহাঙ্গীর হোসেন।

বক্তারা মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। তাঁরা বলেন, মানবাধিকার রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি।