‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’- এ প্রতিপাদ্য নিয়ে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের সহযোগিতায় এবং দুর্নীতি দমন কমিশন (সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী), জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সনাক (টিআইবি) এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ প্রদীপ কুমার কর্মকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী পুলিশ সুপার (বিপিএম সেবা) মোঃ আবু ইউসুফ, পটুয়াখালী সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, দুর্নীতি দমন কমিশন (সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী) এর উপ-পরিচালক তানভীর আহমদ।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজন অংশ নেন।
সভায় বক্তারা বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
এর আগে সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের ফটকে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুর্নীতির পতাকা উত্তোলন এবং ফেস্টুন-বেলুন-পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এরপর সকাল পৌনে ১০ টায় মানববন্ধন ও সকাল ১০ টায় বাইসাইকেল র্যালী বের করা হয়। শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দুর্নীতি দমন কমিশনের পক্ষে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
মন্তব্য করুন