কক্সবাজারে কৃষককে গুলি করে হত্যার চাঞ্চল্যকর মামলার পলাতক প্রধান অভিযুক্ত আব্দুল করিম (৩৫)–কে পটুয়াখালী সদর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। বুধবার (১১ ডিসেম্বর ২০২৫) সকালে র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-১৫ কক্সবাজার-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন স্কোয়াড্রন লিডার রাশেদ।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কক্সবাজার জেলার ছনখোলা উত্তর নয়াপাড়া এলাকার বাসিন্দা আব্দুল করিমকে গ্রেফতার করা হয়। তিনি কৃষক হত্যা মামলার প্রধান আসামি এবং ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

ঘটনার বিবরণে জানা যায়, গত ৩০ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে ধানক্ষেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে ভিকটিম কৃষকের সঙ্গে আসামিদের পূর্ববর্তী বিরোধের জেরে এই হামলা চালানো হয়। আসামিরা আগ্নেয়াস্ত্রসহ বাদীর বসতভিটায় প্রবেশ করে কৃষককে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আব্দুল করিমের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।