আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে পটুয়াখালীতে আলোচনাসভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া।

বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে আরও সচেতন হতে হবে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নির্যাতন প্রতিরোধ করা সম্ভব। অনুষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীরাও উপস্থিত ছিলেন।