আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী রাজীব আহসানকে বিজয়ী করার লক্ষ্যে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টায় মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠিত এই সভার প্রথম পর্বে উপজেলার ১০টি ইউনিয়নের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে নির্বাচনী কার্যক্রমকে এগিয়ে নিতে নানা মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন।
উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেনের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান।
তিনি তার বক্তব্যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহাম্মেদ সেলিম এবং সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা।
মন্তব্য করুন