গরিব ও শীতার্ত মানুষের জন্য পটুয়াখালী জেলা প্রশাসনের কাছে ৪৭৫ পিস কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।

বুধবার(১৯ নভেম্বর) দুপুর ১২টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে শীতবস্ত্র কম্বল হস্তান্তর করে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে এসব কম্বল তুলে দেন আশা’র জেলা ও সদর উপজেলা শাখার কর্মকর্তারা।

এসময় উপস্থিত ছিলেন আশা’র সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার লিটন চন্দ্র বিশ্বাস, পটুয়াখালী সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আব্দুল মন্নান, জেলা অডিটর আব্দুস সালাম, সাপোর্ট ইঞ্জিনিয়ার মো. ইউসুফ আলী এবং সদর-১, ২ শাখার কর্মকর্তারা—মো. সিরাজুল ইসলাম ও মো. আলাউদ্দিনসহ অন্যান্যরা।

গরিব ও অসহায় মানুষের জন্য মোট ৪৭৫ পিস শীতবস্ত্র কম্বল জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়। সংস্থাটি গত কয়েক বছর ধরে নিয়মিতভাবে পটুয়াখালী জেলা প্রশাসনের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে।