ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুরে কাঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি-১ (কাঠালিয়া- রাজাপুর) সংসদীয় আসনের মনোনীত প্রার্থী
এনসিপি’র ফিনল্যান্ড শাখার আহ্বায়ক,মোঃ আহাদ শিকদার।

তিনি জানান,আমরা প্রতিটি নির্বাচনী আসনের সমস্যা চিহ্নিত করে সমাধান করার চেষ্টা করব। তাতে আমরা নির্বাচিত হই,কি না হই,সংসদীয় এলাকার চিহ্নিত সমস্যা গুলো নিয়ে কাজ করব।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মোঃ বদিউন নবী পলাশ, এনসিপি ঝালকাঠি জেলা যুগ্ম সমন্বয়ক, মুফতি মাসুম বিল্লাহ, জেলা সংগঠক,ওমর ফারুক আবু হানিফ, এনসিপি কাঠালিয়া উপজেলা সমন্বয়ক, মহিউদ্দিন কালু মিয়া, রাজাপুর উপজেলার প্রধান সমন্বয়ক, মোঃ শাহরিয়ার শাকিল,এনসিপি কাঠালিয়া উপজেলা যুগ্ম সমন্বয়ক হারুন আর রশিদ সিকদারসহ এনসিপি ও জাতীয় যুব শক্তির জেলা উপজেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।