
শ্রীমঙ্গলে ‘গুরুত্বপূর্ণ গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩’ এর আওতায় উপজেলার দেবের বাজার-হাইল হাওর রাস্তা চেইনেজ ১৩৫০-২৩৫০ মিটার রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
এ প্রকল্পের আওতায় রাস্তাটির উন্নয়ন কাজে ব্যয় হবে ৮২ লাখ ২৫ হাজার ৯৯৩ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
আজ শুক্রবার বিকেলে পশ্চিম শ্রীমঙ্গল শাহী ঈদগাহ মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি আশিকুর রহমান, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান দুদু মিয়া, কালাপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতলিব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন