
শ্রীমঙ্গলের হাইল হাওরে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন বাস্তবায়নে মোবাইল কোর্টের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে হাওরের বিভিন্ন অংশ থেকে ২০টি চায়না দুয়ারী রিং জাল এবং ২০০০ মিটার অবৈধ নেট জাল জব্দ করা হয়। পরে হাওরের পাশেই জব্দ করা এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা।
মৎস্য অফিস সুত্র জানায়, শ্রীমঙ্গলের এসি ল্যাণ্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম সহযোগিতা প্রদান করে।
মন্তব্য করুন