পটুয়াখালীর মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিকালে উপজেলা পরিষদ নতুন অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ফারুক খান’র সভাপতিত্বে ও সোহাগ হোসেনের সার্বিক পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল, বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শামসুল আলম মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন জুয়েল বেপারী, সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা ও ইউনুচ আলী সরদার, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দীন সবুজ মৃধা, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন, মির্জাগঞ্জ থানার ওসি মোঃ আনোয়ার হোসেন, দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জোমাদ্দার প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মোঃ আবদুর রহিম সজল । দোয়া মোনাজাত পরিচালনা করেন সুবিদখালী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম  মাওলানা মোঃ ওবায়দুল্লাহ।
আলোচনা সভায় অতিথিরা বলেন, মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা সততার সাথে কাজ করে যাচ্ছে। সংগঠনটিতে কর্মরত সাংবাদিকরা যেমন সমাজের সকল অন্যায়, অসংগতি ও দুর্নীতি চিত্র তাদের পত্রিকা ও মিডিয়ায় তুলে ধরছে একই সাথে আবার সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডসহ জনকল্যাণমূলক সকল কাজেরও প্রচার করে আসছে। এজন্য সংগঠনটির সকল সাংবাদিকদের ধন্যবাদ জানান। মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির যে সুনাম ও ঐতিহ্য রয়েছে আগামীতেও সেই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ফারুক খান বলেন,  সততা, সাহসিকতা ও অসাম্প্রদায়িকতার মূলনীতিতে রিপোর্টার্স ইউনিটির কার্যক্রম সর্বদা পরিচালিত হবে। সবসময় সত্যের পক্ষে কাজ করে যাবে মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা যেমনিভাবে সমাজের অন্যায়, অসংগতি ও দুর্নীতি চিত্র তুলে ধরে তেমনিভাবে সরকারের উন্নয়ন কর্মকান্ড সহ যেকোনো ভালো কাজেরও প্রচার করে থাকে। আমরা সব সময় নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে আছি। সেই সাথে সকলের কাছে যেকোনো কাজে সাংবাদিকদের তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান ও জানান তিনি।
এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করে।