
পটুয়াখালীর কলাপাড়ায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসি খেপুপাড়া শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। বৃহস্পতিবার ২৩ জানুয়ারি দুপুরের দিকে কলাপাড়ার বিভিন্ন এতিমখানা, দুস্থ, হতদরিদ্র, প্রতিবন্ধী ও খেটে খাওয়া মানুষের মাঝে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি খেপুপাড়া শাখার ব্যবস্থাপক মো. ফারুক শিকদার, ম্যানেজার (অপারেশন) মো. নওশাদ ইয়াসির সুলতান, গনমাধ্যম কর্মী সৈয়দ রাসেলসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
খেপুপাড়া শাখার ব্যবস্থাপক মো. ফারুক শিকদার বলেন, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি দেশের মানুষের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, আর্থসামাজিক উন্নয়নসহ বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন