
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের সার্ভিস জেটিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে নৌবাহিনীর সকল নৌ অঞ্চলে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে সোমবার দুপুর ২টা হতে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উম্মুক্ত করেছে বানৌজা অপরাজেয় যুদ্ধজাহাজ। দেশের অন্যতম শস্ত্রবাহিনীর যুদ্ধ জাহাজ ও মিউজিয়াম পরিদর্শনে খুশি দর্শনার্থীরা।
বানৌজা ও তথ্য সূত্রে জানা যায়, ১৯৭১ সালের জুলাই মাসে সেক্টর কমান্ডার্স কনফারেন্সে বাংলাদেশ নৌবাহিনীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শান্তিতে, সংগ্রামে, সমুদ্রে দূর্জয় এই শ্লোগান নিয়ে সমুদ্রসীমা ও সম্পদ রক্ষায় নিয়োজিত বাংলাদেশ নৌ বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে।
এসময় বানৌজা অপরাজেয় যুদ্ধজাহাজের অধিনায়ক, কমান্ডার এস,এম, এলমে আজম বলেন, এ যুদ্ধ জাহাজটি জনগনের জন্য উম্মুক্ত করতে পেরে আমরা গর্বিত, স্কুলের ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সর্বস্তরের সাধারন জনগন এই জাহাজটি দেখতে আসতে পারছেন এতে জনগনের সংগে আমাদের দূরত্বটা কমে সম্পর্কটার উন্নতি হচ্ছে, সাথে সাথে নতুন প্রজন্মের নাগরিক এবং দেশবাসী আমাদের কর্মপরিধি সম্পর্কে জানতে পারছে এবং দেশগঠনে-দেশসেবায় বাংলাদেশ নৌবাহিনীতে যোগদানের জন্য নৌবাহিীনীর আজকের এই কর্মসূচী তাদের উদ্বুদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন