যথাযোগ্য মর্যদায় বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসন ও ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। গত ১৫ বছর পরে এবারে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের নামে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে কেন্দ্রীয়ভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।

শুক্রবার সকাল ১০টায় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের নেতৃত্বে গৌরনদীর লাখেরাজ কসবা গ্রামে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের কবর জিয়ারত করেন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সাংবাদিক ও সমাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

সকাল সাড়ে ১১টায় বিএনপি নেতাকর্মিদের নিয়ে কবর জিয়ারত করেন বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। দুপুর ১২টা উপজেলা সদরে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবু চত্বরের ফলক উম্মেচন করা হয়।

ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান মহাত্মাগান্ধী স্বর্ন পদক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতা গ্রহনের পর গত ১৫ বছর একুশ উপলক্ষে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব এর উপর আলোচনা সভাসহ সকল কার্যক্রম বন্ধ করে দেয়। এ উপলক্ষে “ভাষা আন্দোলন ও ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবু” শীর্ষক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত থেকে আলোচনায় অংশ  নেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের কন্যা মহুয়া মাহবুব খান, ভাষা অন্দোলন মিউজিয়ামের পরিচালক লিপি মাহবুব, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজীব হোসেন, ওসি মোঃ ইউনুস মিয়া, ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির,

বিএনপির উপজেলা সদস্য সচিব জহীর সাজ্জাত হান্নান, বিএনপি নেতা এস. এম, মনিরুজ্জামান মনির, প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়া। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।